চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে হাইচ-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম (৬০) ফেনী জেলার দাগনভূঁইয়া থানার মারিসপুর এলাকার নুরুল হকের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পিরদর্শক জহিরুল ইসলাম বলেন, ফেনী থেকে চট্টগ্রাম নগরে আসার পথে ফৌজদারহাট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয় একটি হাইচ। পরে গ্যাস নিয়ে হাইচটি বের হওয়ার সময় একটি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
