চট্টগ্রামে প্রতিমা বিসর্জন

চট্টগ্রাম: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শনিবার সারা দেশের মতো চট্টগ্রামেও শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। বরাবরের মতো আজও পতেঙ্গা সমুদ্রসৈকতে ছিল পূজারিদের উপচে পড়া ভিড়। বেলা দুইটার পর থেকেই পূজারিদের ঢল নামতে শুরু করে পতেঙ্গায়।

চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় এবার ১ হাজার ৫০৪টি সার্বজনীন ও ২৭৬টি পারিবারিক মন্ডপে এবং নগরীর ২৬৬ মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মন্ডপে মন্ডপে বিজয়া দশমী পূজা শুরু হয়। পূজা শেষে বেজে ওঠে বিষাদের সুর। দুপুরে বিভিন্ন পূজামন্ডপ থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে প্রতিমা উঠিয়ে সমুদ্রসৈকতের দিকে রওনা হন পূজারিরা। এ সময় তাদের হাতে ছিল ঢাক, কাঁসা, ঘন্টা। পরে সমুদ্রে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক সুজিত দাশ বলেন, চট্টগ্রাম নগরে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকতে। এছাড়া কাট্টলী সৈকত, কালুরঘাট, সদরঘাট বাঁশঘাটা, ফিরিঙ্গিবাজার, পারকি সমুদ্র সৈকতসহ বিভিন্ন বড়পুকুর, দীঘি, খাল ও নদীতে মা দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নিরাপত্তার ব্যবস্থা ছিল সন্তোষজনক।