সৌদি আরব সফরে জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আনাদোলুর।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, জেলেনস্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

এসপিএ জানিয়েছে, ইউক্রেন সংকট সমাধান এবং এর মানবিক পরিস্থিতি উন্নয়নে যেকোন আন্তর্জাতিক উদ্যোগে সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান।

অন্যদিকে, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের আগ্রহী ভূমিকা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।

প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ২০২৩ সালের মে মাসে প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছিলেন জেলেনস্কি।