ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের বার আউলিয়া এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার সকাল ৭ টার দিকে মহাসড়কে একটি লেগুনায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব।

গ্রেফতার তাসলিমা বেগম (২৪) টেকনাফের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা; শরণার্থী নাম্বার ৫৪১৫৪। তার স্বামীর নাম হামিদ হোসেন।

ওসি আহসান হাবীব বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে সীতাকুন্ডমুখী একটি লেগুনা গাড়ি তল্লাশি করা হয়। এসময় এক রোহিঙ্গা নারীর কাছ থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই নারীর তিন বছর বয়সী একটি ছেলে সন্তান ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।