মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠালো ভারত


আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক সংঘাতের জেরে দেশটির অসংখ্য নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। মিয়ানমারের এসব নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার তাদের মধ্যে একটি দলকে প্রথম দফায় মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সরকার। খবর এনডিটিভির।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং।

এক্সে করা পোস্টে তিনি বলেন, ‘মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শুক্রবার) এই নাগরিকদের প্রথম ব্যাচটিকে ফেরত পাঠানো হচ্ছে।’ তবে ঠিক কতজনকে ফেরত পাঠানো হয়েছে তার নির্দিষ্ট সংখ্যা প্রদান করেননি তিনি।

বীরেন সিং আরও বলেন, ‘যদিও ১৯৫১ সালের রেফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় ভারত। কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে ভারতের সরকার।’

বীরেন সিং একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে- মিয়ানমারের নাগরিকদের একটি দল, যাদের বেশিরভাগ নারী এবং শিশুকে রাজ্যের রাজধানী ইম্ফলের বিমানবন্দরের ভেতরে যাচ্ছেন।

এদিকে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে মোদী সরকার। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারত-মিয়ানমার সীমান্তের ১ হাজার ৬৪৩ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় টহল দেওয়ার জন্য বিশেষ পথ নির্মাণ করা হবে বলেও ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, মণিপুরের মোরেহে ইতিমধ্যে ১০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। আরও ২০ কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে। এর পাশাপাশি হাইডেফিনেসন্স সার্ভিল্যান্স সিস্টেম (এইচএসএস) ব্যবহার করে অত্যাধুনিক নজরদারির দুটি পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে।

এরআগে, গত সেপ্টম্বর মাসে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন অনুপ্রবেশ রুখতে ভারত-মিয়ানমার সীমান্তে কাটা তারের বেড়া দেওয়া হোক। মণিপুরের সঙ্গে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ ৩৯০ কিলোমিটার।

প্রসঙ্গত, মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের মোট ৪টি রাজ্যের। রাজ্যগুলো হল মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ।

এদিকে দুদেশের মধ্যে ফ্রি মুভমেন্ট রিজিম (এফএমআর) নামে একটি সমঝোতা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী সীমান্তে বসবাসকারী উপজাতিরা দুই দেশের সীমান্তে ১৬ কিলোমিটার ভেতর পর্যন্ত যেতে পারেন। সীমান্ত অঞ্চলের উপজাতিরা বর্ডার পাস দেখিয়ে দুইদিকে, ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারেন। তবে সেই ব্যবস্থাও তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।