চট্টগ্রাম বন্দর থেকে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

port ctgচট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর দিয়ে বন্ড সুবিধার আওতায় গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে আনা ৪০ লাখ ৮০ হাজার পিস বেনসন সিগারেট আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার বিকেলে বন্দরের টার্মিনাল ভবন এলাকা থেকে সিগারেট ভর্তি কন্টেইনারটি আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি আমিরুল্লা বলেন, নারায়নগঞ্জের আরএজেড নামে একটি আমদানিকারক প্রতিষ্টান এক্সেসরিজ ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ সিগারেটের চালানটি বন্দরে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিগারেটের চালানটি আটক করা হয়। বেনসন এন্ড হ্যাজেস ব্রান্ডের এসব সিগারেটের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।