তানজিম সাকিবের জোড়া আঘাতে সাজঘরে দুই লঙ্কান ওপেনার


খেলাধুলা ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খোয়ানোর পর এবার ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। এদিকে আগে বল করতে নেমে শুরুতেই ভালো করতে পারেননি টাইগার বোলাররা। তবে পাওয়ার প্লে শেষ ওভারে লাল-সবুজের দলকে ব্রেক থ্রু এনে দিতে সক্ষম হন তানজিম সাকিব। আভিষ্কা ফার্নান্দোকে ফেরানোর পর দ্বাদশ ওভারে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকেও প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তরুন এই পেসার।

টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালোই করেছেন দুই লঙ্কান ওপেনার। শরিফুলের করা প্রথম ওভারে কেবল দুই রান নিতে সক্ষম হন পাথুম নিশাঙ্কা। তবে দ্বিতীয় ওভার থেকেই হাত খুলে খেলতে শুরু করেন নিশাঙ্কা এবং আভিষ্কা ফার্নান্দো।

ইনিংসে নিজের করা প্রথম ওভারেই ১২ রান দিয়েছিলেন তাসকিন। তবে চতুর্থ ওভারে বল করতে এসে সে ক্ষতি পুষিয়ে দিয়েছিলেন তিনি, আঁটসাঁট বোলিংয়ে ফার্নান্দোকে সে ওভারে কোনো রানই নিতে দেননি টাইগার স্পিডস্টার। তবে তাসকিনের মেইডেন ওভারের চাপ পরের ওভারে ধরে রাখতে পারেননি শরিফুল।

তাসকিন-শরিফুলদের সামলে আজ ৬.৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তুলেন দুই ওপেনার। এদিকে অষ্টম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনেন অধিনায়ক শান্ত। একপ্রান্তে তাসকিনের বদলে আক্রমণে আসেন তানজিম সাকিব। তবে তরুণ এই পেসারও সুবিধা করে ওঠতে পারেননি, নিজের প্রথম ওভারেই দেন ৯ রান।

এরপর অপরপ্রান্তে শরিফুলের বদলে আক্রমণে আসেন তাইজুল ইসলাম। নবম ওভারে বোলিংয়ে এসে এক ছয় সহ সাত রান দেন তিনি। এদিকে নিজের করা ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে টাইগারদের ব্রেক থ্রু এনে দিতে সক্ষম হন সাকিব। প্রথম পাওয়ার প্লের শেষ ওভারেই তাঁর বলেই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন ফার্নান্দো। আউট হওয়ার আগে ৩৩ বলে ৩৩ রান করেন তিনি।

এদিকে ফার্নান্দোকে প্যাভিলিয়নের পথ দেখানোর পর নিজের করা পরের ওভারেই লঙ্কানদের আরেক ওপেনার নিশঙ্কাকেও আউট করেন সাকিব। তাঁর করা বলে স্লিপে সৌম্য সরকারের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন লঙ্কান এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৬ রান।