বড় ভাইকে খুনের মামলায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

চট্টগ্রাম: ৬ বছর আগে বড় ভাইকে খুনের মামলায় ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। পাশাপাশি আরেকটি ধারায় তাকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মোতাহার হোসেন (৫০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে। ২০১১ সালে গ্রেফতারের পর থেকেই কারাগারে বন্দি ছিলেন তিনি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি এসএম সিরাজউদৌল্লাহ বলেন, ৩০২ ধারায় মোতাহার হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ৩২৪ ধারায় তাকে দুইবছর কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আনা ৩০৭ ধারার অভিযোগ থেকে তাকে রেহাই দিয়েছেন আদালত। আসামি মোতাহার হোসেনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৫ অক্টোবর বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলার আলীপুর এলাকায় আপন ছোট ভাই মোতাহার হোসেনের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই নুরুল আবছার (৪৫)। সেদিন বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন আবছারের স্ত্রী ও আপন ভাতিজা আহসান হাবীর সোহেলসহ তিনজন। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে।

ঘটনার দিন বিকেল ৩টার দিকে অভিযুক্ত মোতাহার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হাটহাজারী থানায় মামলা করেছিলেন। এই মামলায় মোতাহারের বিরুদ্ধে ২০১২ সালের ১৭ জানুয়ারি পুলিশ অভিযোগপত্র দিলে আদালত বিচার শুরু করে।

দন্ডপ্রাপ্ত মোতাহার হোসেন আদালত প্রাঙ্গণে এই প্রতিবেদককে বলেন, আমি আলিম পাশ করে দুবাই গিয়েছিলাম। সেখান থেকে ৭০ লাখ টাকা আমার বড় ভাই নুরুল আবছারকে পাঠিয়েছিলাম। এই টাকায় শুধুমাত্র তার নিজের নামে সম্পত্তি কেনা হয়। দেশে এসে এ নিয়ে প্রতিবাদ করি। ফলে বড় ভাই ও তার সন্তানরা আমাকে ও আমার স্ত্রী-সন্তানদের উপর হামলা করে। ঘটনার পর আমার বাড়ি থেকে ৪০ লাখ টাকার জিনিসপত্র লুট করা হয়েছে। এখন টাকার অভাবে স্ত্রী-সন্তানরা আমাকে দেখতে কারাগারে-আদালতে আসতে পারেন না।