চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর থেকে ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড়ের পূরবী ফুডস নামের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাদশা মিয়া (১৯), মোঃ সুমন (২২), মোঃ কাশেম আলী (২৮) ও মোঃ সাব্বির হোসেন (২০)। চট্টগ্রাম নগরের বিভিন্নস্থানে তারা অস্থায়ীভাবে বসবাস করেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রাজীব হোসেন বলেন, জেলা পরিষদ মার্কেটে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছুরি, লোহা কাটার যন্ত্রসহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা জানিয়েছে ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, ঢাকা মহানগর, কুমিল্লা, নোয়াখালী ও বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন মার্কেট সহ বাসা বাড়িতে তাা ডাকাতি করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
