
চট্টগ্রাম : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আগের একাদশ নিয়েই খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা দুনিথ ভেল্লালাগেকে নিয়েছে মাহিশ ঠিকশা নার বদলে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে লড়াই করলেও সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলতে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা।
বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি সহজে জিতে সেই কাজ এগিয়ে রেখেছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। এখন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
প্রথম ওয়ানডে জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়েই নামছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
শ্রীলঙ্কা একাদশ: কুসাল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রামোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশানকা।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ সিরিজে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতেছিল তারা। প্রায় তিন বছর পর একই অবস্থায় দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
ওয়ানডেতে দেশের মাটিতে সবশেষ দুই সিরিজে হেরেছে বাংলাদেশ। ২০১১ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে টানা তিন সিরিজে হার এড়াতে জয় জরুরি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের জন্য। আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে হারার আগে গত বছরের মে মাসে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
