হাসপাতালে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা

চট্টগ্রাম: নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া ও অপরিচ্ছন্নতার দায়ে চট্টগ্রাম নগরের কসমোপলিটন হসপিটাল প্রাইভেট লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হিউমান প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।

তিনি বলেন, চট্টেশ্বরী রোডের কসমোপলিটন হাসপাতালটির ফার্মেসিতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। হাসপাতালটির অপারেশন থিয়েটারটির পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। সেখানে ফার্মেসিতে যে ফ্রিজে রক্ত রাখা হয়েছে সেই একই ফ্রিজে রাখা হয়েছে মাছ, মাংস ও আইসক্রিম। এসব অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বলেন, পৃথক অভিযানে হালিশহর এলাকার হিউমান প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা না থাকায় এই জরিমানা করা হয়।