
চট্টগ্রাম : চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে নগরীর চান্দগাঁও আবাসিকের বি-ব্লকে অবস্থিত মোহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের সময় নগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমরা রমজানে সাধারণ কোমলমতি এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করছি, শিক্ষার্থীদের যে-কোন প্রয়োজনে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসাবে সজাগ রয়েছি।’
এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নোমান, আজাদ উদ্দিন, যুবলীগ নেতা আজগর, আয়ুবুল ইসলাম তালুকদার হিমু, মঈন উদ্দীন, মেহেদী,কপিল উদ্দিন,আবদুল মুবিন বাবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন মনি, উপ সম্পাদক তানবীর, সহ সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য মীর রায়হান, আবীর, বাধন রাজ, নুর উদ্দীন, নিরব, ইমতিয়াজ, সাকিব প্রমুখ।
ইফতার শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ নোমান।
