বঙ্গবন্ধুর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগের ইফতার


চট্টগ্রাম : চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা ছাত্রলীগের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী, হাফেজে কুরআন ও এতিমদের নিয়ে এ ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান নীরবের সভাপতিত্বে ও মো. ফয়জুল ইসলাম ফয়সালের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, ‘তোমাদের আজকের এই আয়োজন অবশ্যই প্রশংসনীয়, ছাত্রলীগের ছেলেরা মাদ্রাসা শিক্ষার্থীদের যে-কোনো প্রয়োজনে পাশে আছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।’

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বায়তুশ শরফ মাদ্রাসা ছাত্রলীগের এ ইফতার আয়োজন আমাদের জন্য প্রচণ্ড গর্বের। জ্ঞানভিত্তিক রাজনীতিতে প্রজন্মের সাহস, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাই ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় এ আয়োজন। প্রত্যাশা থাকবে অনাগত সময়েও এ ধরনের আরও ইতিবাচক কর্মকাণ্ড বায়তুশ শরফ ছাত্রলীগ অব্যাহত রাখবে।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— বায়তুশ শরফ মাদ্রাসা ছাত্রলীগ নেতা আরিফুল্লাহ ওয়াহিদ, মো. নোমান, রাশেদ আহমেদ, হাসান মুরাদ, মুহাম্মদ তারেক, সাজ্জাদ হোসাইন, ইফাজ উদ্দিন, মুহাম্মাদ আবদুল্লাহ, জয় প্রমুখ।