কালুরঘাট এলাকার আবর্জনাগারটি আরেফিন নগরে স্থানান্তর হবে -মেয়র

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকা থেকে আবর্জনাগারটি সরিয়ে আরেফিন নগরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে কালুরঘাট ভারী শিল্প এলাকার বিভিন্ন কারখানার ব্যবস্থাপকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, কালুরঘাট শিল্প এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করা এবং বালির খালের মাটি উত্তোলন সহ যান ও পরিবহন চলাচলের যাবতীয় উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেয়া হয়েছে। অতি শীগ্রই কালুরঘাট এলাকা থেকে আবর্জনাগারটি আরেফিন নগর স্থানান্তর করা হবে।

তিনি বলেন, প্রায় ৩ শত ৮০ কোটি টাকার দায়দেনা নিয়ে দায়িত্ব গ্রহণ করে ২০১৫-২০১৬ অর্থ বছরে বিগত ৫ বছরের উন্নয়ন প্রকল্পের অধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিগত ২০০৫ সাল থেকে সাবেক দুজন মেয়রের মেয়াদকালিন সময়ের বকেয়া পরিশোধ করতে হচ্ছে। তারপরও উন্নয়ন থেমে নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম, আজীম গ্রুপের মহাব্যবস্থাপক রিয়াজ সাহেদ, পেপসি ম্যানেজার মাহবুবুল আলম, অরমিড এর রাজ কুমার দাশ, বার্জারের ম্যানেজার মো. ফরিদুল আলম, গ্লোবাল গার্মেন্টস এর জিএম মো. ফজলুল করিম, স্মার্ট জিনস এর জিএম মো. রফিউল হোসেন, আজিম গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ দাশ এবং লিভার ব্রাদার্সের সাহাবুদ্দীন, ট্রান্সকম বেভারেজ লি. এর আহমদুল হক চৌধুরী প্রুমখ।