চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন গোলাম কিবরিয়া


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. গোলাম কিবরিয়া। সোমবার (২৫ মার্চ) তিনি এই পদে যোগদান করেন।

এর আগে ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদের সই করা এক আদেশে গোলাম কিবরিয়াকে প্রধান নিরাপত্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গোলাম কিবরিয়া ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি চবি নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি প্রায় এক দশক সামরিক গোয়েন্দা পরিদপ্তরে (ডিজিএফআই) কাজ করেছেন।

কিবরিয়া কুষ্টিয়া জিলা স্কুল ১৯৮৩ সালে এসএসসি এবং ১৯৮৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।