আবু নছর গুন্নুর রিমান্ড বাতিলের আবেদন খারিজ

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক আসামির মঞ্জুর হওয়া রিমান্ড বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহেনূর এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতার আসামি আবু নছর গুন্নুকে জিজ্ঞাসাবাদ করতে গত রোববার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম হারুন অর রশিদ। এই আদেশের বিরুদ্ধে রিমান্ড বাতিল চেয়ে তার আইনজীবী বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

এদিকে আসামি আবু নছর গুন্নুর আইনজীবী আদালতের কাছে দাবি করেন, আবু নছর সম্পূর্ণ নির্দোষ। ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়িয়েছে পুলিশ। রিমান্ডে তার কাছ থেকে পুলিশ কোনো তথ্য পাবে না।

প্রসঙ্গত গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আবু নছর গুন্নুসহ দুজনকে গ্রেফতার করে।