শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নিম্ন আয়ের মানুষের মাঝে যুবলীগ নেতার ঈদ উপহার

| প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২৪ | ১০:০৫ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে রমজান উপলক্ষে নগর যু্বলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চার শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, শার্টসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) নগরীর বন্দর ইস্ট কলোনী বি-টাইপ চত্বরে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

যুবলীগ নেতা ফরহাদ আবদুল্লার সভাপতিত্বে, যুবলীগ নেতা আবু নাসের জুয়েল ও মো. মাসুমের যৌথ সঞ্চালনায় উপহার বিতরণণ কর্মসূচি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, চিটাগাং চেন্বার অব কমার্সের ডিরেক্টর ওমর মোক্তাদির, যুবলীগ নেতা তানভীর বিন হাসাান, মোয়াজ্জেম হোসেন, জহির রায়হান, কামাল উদ্দীন স্বপন, সাজিবুল ইসলাম সজীব, মাহামুদুর রহমান বাপ্পি, হানিফ, রমজান আলী, মামুন, আবদুল্লাহ আল মামুন, আলো, জাহিদুল আলম, সুমন, হৃদয় কুমার দাস, জালাল উদ্দীন সুলতান ফাহিম, আবিদ হাসান, সজীব কান্তি দাস, ইসমাঈল হুরন, রোকন উদ্দীন, মাইনুদ্দীন, জয় দাশ, মো. রানা, রেহমান রাব্বী,আতিক, মো. মামুন, শাহাবুদ্দীন শাবু প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ‘মানবিক যুবলীগ সারা দেশে অসহায় মানুষের সহযোগিতায় কাজ করছে। এভাবে প্রতি ঈদেই সমাজের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও দেশের যে-কোনো ক্রান্তিলগ্নে ও দুর্যোগ মোকাবেলায় মানবিক যুবলীগ অতীতের ন্যায় সবসময় এগিয়ে আসবে।’