আ.লীগ নেতাকর্মীদের মাঝে সাবেক মেয়র মনজুরের ঈদ উপহার বিতরণ


চট্টগ্রাম : চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে নগরীর আকবর শাহ থানা আওয়ামী লীগের কার্যালয়ে ৯ ও ১০ নং ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের এবং বিকেলে এইচএম ভবন অডিটোরিয়ামে উত্তর কাট্টলী ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়।

সকালের কর্মসূচিতে ঈদ উপহার প্রদান করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সন্তান, আকবর শাহ থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সহ-সভাপতি লোকমান আলী, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন আহমদ জাহিদ, ফয়েজ আহমদ, অ্যাডভোকেট আব্দুল কাদের, মিলি চৌধুরী, ডা. এটিএম শরীফ, জিয়াউল হক সুমন, আবু তাহের, সাবেক অধ্যক্ষ বাদশা আলমসহ থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলের কর্মসূচিতে এইচএম ভবনে ঈদ উপহার প্রদান করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। ঈদ উপহার প্রদানকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘গরীবের হক আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা মানবকল্যাণে আর্তমানবতার সেবায় নিয়োজিত আছি। গরিবের মুখে হাসি ফুটলে আল্লাহ তায়ালা খুশি হন। আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যেই আমাদের মানবসেবা কার্যক্রম। মানুষের দোয়াই আমাদের একমাত্র কামনা।’

এ সময় মোস্তফা হাকিম শিল্প গ্রপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সমবেত সবাইকে নিয়ে ইফতার করেন। এতে ইফতার পূর্ববর্তী সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা আব্দুল মান্নান।