‘সড়ক দুর্ঘটনা রোধে দরকার মানসিকতার উন্নয়ন’

চট্টগ্রাম`: দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে সে অনুপাতে সড়ক বাড়ছে না আর সেটি দূর্ঘটনার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আইন না মানার মানসিকতা ও অসচেতনতা। আমাদের দরকার সুষ্ঠুভাবে সড়কের ব্যবহার নিশ্চিত করা ও জনগণের মানসিকতার উন্নয়ন ঘটানো।’

শনিবার ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পৃষ্টপোষকতায় ও দৃষ্টি চট্টগ্রামের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরী শিল্পকলা একাডেমী মিলনায়তনে ডায়মন্ড সিমেন্ট-নিসচা আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পরিকল্পনাবীদ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, ডায়মন্ড সিমেন্ট এর ডিজিএম আবদুর রহিম, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনি ফাউন্ডেশনের সভাপতি মোরশেদুর রহমান নয়ন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নগর পরিকল্পনাবিদ দেলোয়ার হোসেন মজুমদার বলেন, সুশিক্ষা ও সচেতনতা মানুষকে সঠিক কাজ করতে উদ্বুদ্ধ করে। আমাদের জনগণের মাঝে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে, তবেই দূর্ঘটনা কমে আসবে। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এবং এটি কখনই কাম্য নয়। একজন মানুষ সচেতন হলে একটি পরিবার সচেতন হবে এবং এভাবেই অল্প অল্প করে পুরো জাতি সচেতন হবে।

সভাপতির বক্তব্যে এস.এম আবু তৈয়ব বলেন, আমরা দেশের কয়েকজন প্রতিভাবান মানুষদের হারিয়েছি এই সড়ক দূর্ঘটনায় এবং যতই দিন যাচ্ছে আমাদের- দেশে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর হার বাড়ছে। এজন্য আমাদের সজাগ হতে হবে। সরকার, সিটি কর্পোরেশন, জনগণ সবাইকে একসাথে এই সামাজিক অভিশাপের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

উল্লেখ্য ২২ অক্টোবর’১৭ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচেছ ‘সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’। এ বছরই সরকারিভাবে দিবসটি চট্টগ্রাম মহানগরসহ প্রতিটি জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচেছ। ফলে এ বছর সরকারি কর্মসূচির পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি মাসব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালী, গাড়ী চালক প্রশিক্ষণ ও সমাবেশ, স্মরণিকা, পোস্টার ও লিফলেট প্রকাশ এবং বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।