
চট্টগ্রাম : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন সেটি এদেশের মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে। তাঁর অর্থনৈতিক উন্নয়ন শত বছরের অর্জনকে অতিক্রম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সকল অসহায় ও দুস্থ মানুষের কথা সবসময় ভাবেন, সারাবিশ্বে এখন একটা অর্থনৈতিক সংকট চলছে যার ধরুন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তারপরেও আমাদের দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভালোভাবেই চলছে।’
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের চাক্তাই ভাঙ্গা পুল চত্বরে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমজীবী-অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এক হাজার খেটে খাওয়া, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আবছার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন রায় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ধীমান দাশ গুপ্ত, ত্রান ও সামাজ কল্যাণ সম্পাদক শান্ত দাশ গুপ্ত, দপ্তর সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য, তপন চৌধুরী মিঠু, তথ্য ও গবেষণা সম্পদ ডা. অধীর শীল, কৃষি বিষয়ক সম্পাদক আবু বক্কর, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য দীপঙ্কর চৌধুরী কাজল, আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুন, হাজী মীর আহমদ সওদাগর, উত্তম নাগ, রাজু চৌধুরী, ছোটন দাস গুপ্ত, আবদুল মতিন, ওমর ফারুক বাবুল, ইউনুচ তালুকদার, বেলাল চৌধুরী, মো. আলমগীর ও সুবল সরকার প্রমুখ।
