
চট্টগ্রাম : মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারী বলেছেন, আল্লাহর আউলিয়ায়ে কেরামের দিকনির্দেশনা আল্লাহ ও রাসূল (সা.) মৌলিক দিকনির্দেশনার যুগোপযোগী প্রতিফলন।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছিয়া হক মনজিলে সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারীর ২২ চৈত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে মোনাজাতে তিনি একথা বলেন।
সৈয়দ হাসান মাইজভান্ডারী বলেন, নিজেদের দোষে মুসলিম উম্মাহ আজ দুর্দশা ও পরীক্ষায় নিপতিত হয়েছে। আল্লাহ এবং তাঁর পেয়ারা হাবিবের (সাঃ) সেই দিকনির্দেশনা, নীতি, আদর্শ অনুসরণ করে উম্মাহ যাতে এই দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারে এবং বিশ্বমানবতার ও বিশ্ব মজলুমের মুক্তি কামনা করে তার জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করেন তিনি।
ওরশ শরীফের আনুষ্ঠানিকতার মধ্যে বাদ এশা ও তারাবিহ নামাজের পর বায়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বায়াত প্রদান করেন ত্বরীকায়ে মাইজভাণ্ডারীর প্রবর্তক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মনজিল এর সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।
