
ঢাকা : বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। উভয় কমিটিতে ৪৭ জন করে রয়েছেন। একই সঙ্গে সাতজনের একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা হয়েছে।
রোববার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক সাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন অ্যাডভোকেট দিদার আলী, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ, ড. আফরোজা পারভীন, পেয়ারা খান ও মো. আবুল হোসেন।
ঢাকা মহানগর উত্তরে প্রকৌশলী মো. হারুন অর রশীদ আহ্বায়ক, এ বি এম সেলিম আহমেদ ও সাইফুল মতিন টিপুকে যুগ্ম আহ্বায়ক এবং ডা. হারুন-উল মোর্শেদ (সাজু) সদস্য সচিব হয়েছেন। এই কমিটিতে অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম ও মো. আব্দুল মজিদসহ ৪৩ জনকে সদস্য করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণে নাসির উদ্দিনকে আহ্বায়ক, মো. আজিজুল হক ও মো. মইনুল ইসলাম (মুনিম) যুগ্ম আহ্বায়ক এবং নাফিজ হোসেন দীপ সদস্য সচিব হয়েছেন। মো. রহমতউল্লাহ, মো. আজিবুর রহমান ও অধ্যাপক তানভীর আবীরসহ ৪৩ জনকে সদস্য করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চাইলে এই দুটি আহ্বায়ক কমিটিতে আরও কাউকে যুক্ত করতে পারবেন। আর এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজন করবে।
