বিলাসবহুল বাসের ইঞ্জিন কভারে এক লাখ ইয়াবা

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বিলাসবহুল বাসের ইঞ্জিন কভারে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এই ঘটনায় রিলাক্স পরিবহনের বিলাসবহুল বাসটিও জব্দ করা হয়েছে। রোববার ভোর রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তর থানার উত্তর গাজীপুরের বাসিন্দা কাজী শিশির আহম্মেদ ওরফে রনি (৩৫), কুমিল্লার দাউদকান্দি থানার আটিপাড়ার বাসিন্দা আষাঢ় (১৯) ও ঝালকাটি সদরের সুগন্দিয়ার বাসিন্দা মো. সোহেল (৩৫)। এরা জব্দকৃত বাসটির চালক ও চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব জানতে পারে যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স পরিবহনের একটি বাসের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ফ্লাইওভার এর নীচে একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এর কিছু সময় ঢাকাগামী রিলাক্স পরিবহনের একটি বাসের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে আটক করে। পরবর্তীতে বাসটি তল্লাশী করে বাসের ইঞ্জিন কভারের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৫ কোটি টাকা এবং জব্দকৃত বাসের মূল্য প্রায় ১ কোটি টাকা। গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাড়ি চালানোর আড়ালে ইয়াবা পাচার করে আসছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে।