চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল করা না হলে নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে করদাতা সুরক্ষা পরিষদ। রোববার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকালে নগরীর ১০টি ওয়ার্ড কার্যালয়ে অবস্থান কর্মসূচি এবং ১০ ওয়ার্ডের কাউন্সিলরদের স্মারকলিপি দেওয়া হয় পরিষদের পক্ষ থেকে। নগরীর জালালাবাদ, উত্তর আগ্রাবাদ, দক্ষিণ আগ্রাবাদ, উত্তর পাঠানটুলী, পশ্চিম মাদারবাড়ি, পাঠানটুলি, গোসাইলডাঙ্গা, মধ্যম হালিশহর, দক্ষিণ মধ্যম হালিশহর ও উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলরদের কাছে স্মারকলিপি দেয় পরিষদ। এরপর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বাসিন্দারা নগরীর আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে সমবেত হন। সেখান থেকে বেলা পৌনে ১২টায় শুরু হওয়া একটি মিছিল দেওয়ানহাট মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমির উদ্দিন বলেন, অযৌক্তিক কর আমরা মানি না। আমরা অন্যায় অযৌক্তিক এর কাছে মাথা নত করব না। অক্টোবর মাসব্যাপী ওয়ার্ড কার্যালয়গুলো ঘেরাও করা হবে। তারপর আটটি রাজস্ব সার্কেল অফিস ঘেরাও করব। এতে কাজ না হলে পরে আমরা নগরভবন ঘেরাও করব। এই ঘেরাওয়ের পরে মন্ত্রণালয়ের দোহাই দিয়ে চট্টগ্রামবাসীর উপরে যে ট্যাক্স, সেটা উড়ে যাবে।
