চট্টগ্রাম: বিএনপি ‘ফিনিক্স পাখির’ মত বারবার ভষ্ম থেকে জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সরকার ভয় পেয়ে বিএনপির সভা-সমাবেশে বাধা দিচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ওরা ভয় পায়। বিএনপির আওয়াজ শুনলে ওদের রক্তকণিকা থর থর করে কেঁপে ওঠে। বিএনপির আওয়াজে আওয়ামী লীগের সাধের দুর্গ হুড়মুড় করে ভেঙে পড়বে। একারণেই তারা মিছিল করতে দেয় না, সমাবেশ করতে দেয় না। বিএনপি ‘ফিনিক্স পাখির’ মত বারবার ভষ্ম থেকে জেগে উঠবে। গ্রেফতার, নির্যাতন, গুম-অপহরণ, বিচার বর্হিভূত হত্যা করে এদেরকে নিস্তব্ধ করা যায় না।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন? ওই ময়ূর সিংহাসন জ্বালিয়ে দেওয়া হবে। ওই সিংহাসনে আপনি বসতে পারবেন না। আপনি মনে করছেন ওই পুলিশ বাহিনী আপনাকে বাঁচাবে? আপনার গদি যদি একবার নড়ে ওঠে, ওই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ধৃত শৃগালের মত পালিয়ে যাবে। আপনাকে রক্ষা করতে ওরা এগিয়ে আসবে না।
চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে খুন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের যে ছাত্রলীগ কয়েকদিন আগে মারামারি করে একজনকে মেরে ফেলেছে না? সুদীপ্ত, তাকে মেরে ফেলেছে, নিজেরা মারামারি করে। ভাগ বাটোয়ারা, দখলের, এই কারণে তাকে মেরে ফেলেছে। ইরান (লেবার পার্টির চেয়ারম্যান) কি কোনো দখল, ভাগ বাটোয়ারার জন্য এখানে এসেছিলেন। অত্যাচার, নির্যাতন, গুম-অপহরণের বিররুদ্ধে কথা বলতে এখানে এসেছিলেন। তাহলে কেন তাকে গ্রেফতার?
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
