চট্টগ্রাম: আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করার লক্ষে গতকাল রাতে ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে প্রস্তুতি সভা নগরীর হাটখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নিসচা নগর সভাপতি এস এম আবু তৈয়ব জানান, ‘নিরাপদ সড়ক চাই এর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ২২ অক্টোবর সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনের সিদ্ধান্ত গ্রহণের পর এবার হবে প্রথম উদযাপন। এতদিন ২২ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হচ্ছিল।’
’নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম আবু তৈয়ব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিক আহমদ সাজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চৌধুরী ফরিদ, লায়ন আলহাজ্ব মো. হাকিম আলী, হাজী মুহাম্মদ সাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরশাদুর রহমান এরশাদ, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, মোর্শেদুর রহমান নয়ন, মো. আবদুচ ছবুর, টিংকু বড়ুয়া, রেজাউল করিম রিটন প্রমুখ।
নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শফিক আহমদ সাজিব একুশে পত্রিকাকে জানান, সভায় আলোচনার প্রেক্ষিতে ’জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপনে আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭ টায় রিমা কনভেনশন সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সাথে মতবিনিময়, ২১ অক্টোবর দুপুর ১২টায় হাটখোলায় সাংবাদিক সম্মেলন, ২২ অক্টোবর সকাল ১০টায় ডিসি হিল থেকে সিআরবি পর্যন্ত র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৮ অক্টোবর গাড়ি চালক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য,পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
