চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে চলমান বস্ত্র ও তাঁত শিল্প মেলায় সিঙ্গার কোম্পানির একটি শো-রুমে বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম আচার্য (২৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার বটতলার সুনীল মাস্টার বাড়ির মৃত পরিমল আচার্যের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বস্ত্র ও তাঁত শিল্প মেলায় সিঙ্গার কোম্পানির একটি শো-রুমে বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে উত্তম বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।