চট্টগ্রামে বিদেশী সিগারেটসহ চোরাকারবারী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ৫ হাজার ৬০০ বিদেশী সিগারেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার দুপুর দেড়টার দিকে পতেঙ্গা থানাধীন সী-বীচ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মিজানুর রহমান (২২) চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা চৌধুরী পাড়ার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, সী-বীচ এলাকার হাসান ষ্টোরের ভিতরে কতিপয় চোরাকারবারী মায়ানমার হতে অবৈধভাবে চোরাচালানকৃত সিগারেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে তার তথ্যমতে ঘটনাস্থল থেকে চীনে তৈরী ৫ হাজার ৬০০ পিস সিগারেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে সিগারেট চোরাচালানের সাথে জড়িত রয়েছে এবং চোরাচালানকৃত সিগারেট চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করছে। আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ধারা মোতাবেক পতেঙ্গা থানায় মামলা হয়েছে।