চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় টেম্পুচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
নিহত সঞ্জয় সাহা (৩৪) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনি মজিদ সওদাগর বাড়ির প্রাণ বল্লভ সাহার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দেওয়ানহাট মোড় থেকে ডবলমুরিং থানামুখী সড়কে টেম্পু পেছন থেকে পথচারী সঞ্জয় সাহাকে ধাক্কা দেয়। পরে বেলা পৌনে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
