‘সুফিবাদ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলে’


আন্তর্জাতিক ডেস্ক : সুফিবাদ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলে বলে মন্তব্য করেছেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

শনিবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বোস্টন ইউএসএর উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সাথে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ হাসান মাইজভাণ্ডারী (ম.) বলেন, সুফিবাদ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে তোলে। বিভেদ-বিচ্ছেদ বা অনৈক্য সুফিবাদের শিক্ষা নয়। সুফিবাদ একই সাথে মানব কল্যাণের শিক্ষাও দেয়। মানব প্রেমই মূলত স্রষ্টা প্রেম।

বোস্টনের স্টুডিও হলে ড. এম ইমরানুল করিমের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন চিকিৎসক ডা. এহসান হক, প্রকৌশলী ফিরোজ খান, রাজনীতিক ও সংগঠক ওসমান গনী, কমিউনিটি ব্যক্তিত্ব নোমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক হুমায়ুন মোরশেদ, সাংবাদিক তাপস বড়ুয়া, কাজী আবছার উদ্দিন, জাহাঙ্গীর আলম, আহমদ নবী, সিরাজুম মুনির ও মো. শাহ আলম।