সাতকানিয়ায় হত্যাসহ ৫ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সতকানিয়া থেকে হত্যাসহ ৫ মামলার আসামি জামায়াত ক্যাডার মাশুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাতে বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাশুকুর রহমান সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে।

সাতকানিয়া থানার এসআই মোঃ সিরাজ জানান, হাশেম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মূল আসামি মাশুকুর রহমান। সাতকানিয়ায় সরকার বিরোধী আন্দোলনে সে সংগঠক হিসেবে কাজ করতো। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও বিস্ফোরক আইনের ৫টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।