স্কুল শিক্ষিকাকে কুপিয়ে আহত, সাবেক স্বামী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে আহত করার ঘটনায় তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আতাউল হক (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া খন্দকার পাড়ার বাসিন্দা। ভুক্তভোগী ওয়াকিতুল জান্নাত জুলি দুরদুরী সাতকানিয়ার দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। এই দম্পতির তিনটি সন্তান আছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, ২০০৬ সালে স্কুল শিক্ষিকা জুলির সাথে আতাউলের বিয়ে হয়েছিল। দুই বছর ধরে দাম্পত্য কলহ বেড়ে যাওয়ায় সম্প্রতি জুলি আতাউলকে ডিভোর্স দেন। এর জের ধরে আতাউল শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দা দিয়ে জুলিকে কুপিয়ে আহত করে। ঘটনার পর অভিযান চালিয়ে আতাউলকে গ্রেফতার করা হয়েছে।