চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টার দিকে চবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঠানো হয়েছে৷ গুরুতর আহত স্পোর্টস সায়েন্সের ১৭–১৮ সেশনের শিক্ষার্থী বাংলা চ্যানেল বিজয়ী সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চবি শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’র এক কর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক উপগ্রুপ ‘সিএফসি’র নেতাকর্মীরা। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। মূলত হাটহাজারী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের বিজয় গ্রুপ আর সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। হাতাহাতির একপর্যায়ে এতে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. অহিদুল আলম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।