ঢাকা : নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নেওয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মূখপাত্র ড.হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ অায়োজিত “দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা” শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলো বিএনপি। কিন্তু এখন বিএনপি নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশগ্রহণ করায় বিএনপিকে সাধুবাদ জানাই। নির্বাচন কমিশনের সংলাপ শেষে বিএনপি খোশমেজাজে ছিল। আমরা আশা করি তাদের খোশ মেজাজ যেন শেষ পর্যন্ত থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ করে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বলেছে নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে যা সংবিধান বিরোধী। গত বারও নির্বাচন সংসদ বহাল থেকে হয়েছিল এবং এবারও তাই হবে। বিএনপি সেনাবাহিনীকে দিয়ে পুলিশ ও আনসারের কাজ করাতে চায়। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, শান্তিরক্ষা মিশনে তাদের কাজ সারাবিশ্বে প্রশংসিত। আর বিএনপি চায় নির্বাচনের সময় পুলিশ ও আনসার যে কাজ করে তা সেনাবাহিনীকে দিয়ে করাতে। আমি তাদের বলবো, এসব কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবেন না।
তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচন নিয়ে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের সংলাপ চায়। কিন্তু নির্বাচন তো সরকারের অধীনে হবে না, নির্বাচন কমিশনের অধীনে হবে। নির্বাচনকালীন সময়ে সরকার একজন ওসি বা টিএনওকে বদলি করার ক্ষমতা পর্যন্ত রাখে না। নির্বাচনের সময় সরকার শুধু তার রুটিন ওয়ার্ক করে। সরকারের সঙ্গে নয় সংলাপ প্রয়োজন নির্বাচন কমিশনের সাথে।
রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে সাবেক পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা শরনার্থীদের বিষয়ে ওআইসির ভূমিকায় আমি হতাশ। যেখানে ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা নির্যাতন বন্ধে মায়ানমারের সরকার ও সেনাবাহিনীকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে সেখানে ওআইসি চুপ। রোহিঙ্গা নির্যাতন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মায়ানমারের ওপরে অবরোধ আরোপ করার বিষয়টিকে আমি সমর্থন করি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রোহিঙ্গাদের অাশ্রয় দেওয়ার মাধ্যমে যেখানে সারা বিশ্ব শেখ হাসিনার প্রশংসা করছে সেখানে একটি দল ও সেই দলের নেত্রী শেখ হাসিনার প্রশংসা করতে ব্যর্থ হয়েছে। তারা (বিএনপি) নেতিবাচক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি।
সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপত্বিতে অনুষ্ঠােন উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাছান ইমাম, মুক্তিযোদ্ধ প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।
