চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সাড়ে ১০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মহিউদ্দিন (২০) কক্সবাজারের টেকনাফের মধ্যম শীলবুনিয়া পাড়ার শামসুল আলমের ছেলে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, টেকনাফ থেকে চট্টগ্রামে আসেন মহিউদ্দিন। বাস থেকে নেমে হাঁটার সময় সন্দেহজনক আচরণের জন্য তাকে তল্লাশি করে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।