চট্টগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতা শেষ হয়েছে।
চট্টগ্রাম জেলা পর্যায়ের মোট ২০টি থানা ও উপজেলার প্রতিযোগীরা ৪টি বিষয়ে অংশ নেন। বিষয়গুলো হচ্ছে- জ্ঞান-জিজ্ঞাসা, উপস্থিত বির্তক প্রতিযোগিতা, দেশাত্ববোধক জারি গান ও দলীয় নৃত্য।
জ্ঞান-জিজ্ঞাসা বিষয়ে দলীয়ভাবে বায়েজিদ থানা ১ম, ডবলমুরিং থানা ২য় ও রাউজান উপজেলা ৩য় স্থান অধিকার করে। দেশাত্ববোধক জারি গানে দলীয়ভাবে বাঁশখালী উপজেলা ১ম, বন্দর থানা ২য় ও পটিয়া উপজেলা ৩য় স্থান অধিকার করেন।
দলীয় নৃত্যে বায়েজিদ থানা ১ম, বন্দর থানা ২য় ও কোতোয়ালী থানা ৩য় স্থান অধিকার করেন। উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় দলীয়ভাবে হালিশহর থানা ১ম, পাঁচলাইশ থানা ২য় ও বায়েজিদ থানা ৩য় স্থান অধিকার করেন।
একই দিন বিকেল ৪টায় জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন শিশু একাডেমির জেলা সংগঠক নারগীস সুলতানা।
আগামী ২২ অক্টোবর ২০১৭ ইং রোববার সকাল ১০টা থেকে শিশু একাডেমি মিলনায়তনে অঞ্চল পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐ দিন বিকেল ৩টায় অঞ্চল পর্যায়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। জেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় ৪টি বিষয়ে ১ম স্থান অধিকারকারী দল অঞ্চল পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
অঞ্চল পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলদের আগামী ২১ অক্টোবর ২০১৭ ইং শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে শিশু একাডেমিতে রিপোর্টিং করতে হবে। রির্পোটিংয়ের সময় প্রতিযোগির দুইকপি ফটো, উপজেলা ও জেলার সার্টিফিকেট (মূলকপিসহ ফটোকপি), জন্মনিবন্ধন সনদ, শ্রেণির প্রত্যায়ন পত্রের মূলকপি ও ফটোকপি সাথে আনার পরামর্শ দিয়েছেন জেলা সংগঠক নারগীস সুলতানা।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে দলীয়ভাবে বিজয়ী প্রতিযোগিরা হচ্ছে- জ্ঞান-জিজ্ঞাসা বিষয়ে- বায়েজিদ থানা এলাকার নুবহা তাহানুম, আজমাইন মুহাম্মদ নিবরাস, মো. সাওবান বিন হোসাইন চৌধুরী ও মুহাম্মদ নাজমুল হুদা নিয়াজ ১ম স্থান অধিকার করেন।
দেশাত্ববোধক জারি গানে বাঁশখালী উপজেলার অর্না দে, রেশমী শীল, বীথি শীল ও মীম ভট্টাচার্য্য ২য় স্থান অধিকার করেন। দলীয় নৃত্যে- বায়েজিদ থানা এলাকার আলভা ওয়াদীপা, সারাহ বিনতে শাহজাহান, অনিমিখা তিথির ও ফারিহা এহসান ১ম স্থান অধিকার করেন। উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায়- হালিশহর থানা এলাকার সাদিয়া ইসলাম, মাহবুবা আফরোজ, রাফিয়া বিনতে আলম ও নাভিয়া হাসান ১ম স্থান অধিকার করেন।
