ছৈয়দ মছিউল করিম মির্জাপুরীর রওজা নির্মাণের কাজ শুরু


একুশে ডেস্ক : আওলাদে রাসুল (সা.) ও শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর স্নেহধন্য, মী-রে মেহ্ফিলে সামা হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (র.) রওজা নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ শনিবার সকালে মহান এ ব্যক্তির একমাত্র ছেলে ছৈয়দ শাহাদাৎ হুছাইন ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর হাটহাজারী মির্জাপুর দরবার শরীফে আল্লাহর মহান এ অলীর দৃষ্টিনন্দন রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.)।

মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (র.) ২০১৭ সালের ১৪ এপ্রিল ওফাত লাভ করেন। তাঁর রওজা শরীফ নির্মাণকাজ উদ্বোধন প্রাক্কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, সাংবাদিক বলাই কুমার আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

একুশে/বিজ্ঞপ্তি