ভারতের নির্বাচনে চলছে ভোটগণনা, এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে আজ মঙ্গলবার (৪ জুন)। দিনের শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএ। এনডিটিভিতে প্রচারিত খবর অনুযায়ী, ক্ষমতাসীন জোটটি ফের সরকার গঠনের জন্য ম্যাজিক নম্বর ২৭২ ইতোমধ্যেই পার করেছে। তবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীজোট ইন্ডিয়াও ২০০ আসন পার করেছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন ৫৪৩টি। এবার সাত ধাপে গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। আজ ভোট গণনা নির্ধারিত দিন। ভোট শেষে বুথফেরত জরিপে অনুমান করা হয়েছিল নেহরুর পর তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর তাই ঘটল।

তবে বুথ ফেরত জরিপের চেয়ে বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ভালো ফলাফল করেছে। যদিও তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।

এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডা লড়াই হচ্ছে। ৪২টি লোকসভা আসনের ২৭৮টির ফলাফল প্রকাশ হয়েছে। এর মধজ্যে তৃণমূল জয় পেয়েছে ১৩টি আসনে, আর বিজেপি ১২টিতে। অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছে দুটি আসনে।