চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি-এস.এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত কমিটি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত তানজিবুল ভূইয়া তানভির, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম, উপ-স্কুল বিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাত, সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান এবং নবগঠিত কমিটির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ।
