চট্টগ্রাম: সবাই সচেতন ও দায়িত্বশীল হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মত এসেছে চট্টগ্রাম নগরে আয়োজিত এক মতবিনিময় সভায়।
সোমবার রাতে নগরীর রীমা কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ দিবস উদ্যাপন উপলক্ষে ‘সাবধানে চালাবো গাড়ী- নিরাপদে ফিরবো বাড়ী’ শীর্ষক মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের-আপনাদের সকলেরই দায়িত্ব আছে। কেবল এক পক্ষের ওপর দায় চাপালে হয় না। যাত্রী বা পথচারি হিসাবে আমাদের নিজেরও কিছু দায়িত্ব আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করলেও দুর্ঘটনা অনেকাংশে কমবে। আমাদের সকলকে সব জায়গায় নৈতিকতার পরিচয় দিতে হবে। আমরা আমাদের জায়গায় নৈতিকতা প্রতিষ্ঠা করলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। সড়ক দুর্ঘটনাও একটি সমস্যা। আমরা নিজে সচেতন ও দায়িত্বশীল হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
নিরাপদ সড়ক চাই নগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম আরজু।
ধন্যবাদ বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলকলি’র জিএম মোহাম্মদ আবদুছ ছবুর, নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক আরশাদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ এমদাদুল হক, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, পটিয়া উপজেলা কমিটির সভাপতি সপু বড়ুয়া প্রমুখ। এছাড়াও প্রতিধ্বনি ফাউন্ডেশন চট্টগ্রাম, দুরন্ত দুর্বার, কর্ণফুলী ব্লাড ডোনার্স ক্লাব, আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ, দৃষ্টি চট্টগ্রাাম, চট্টগ্রাম নাগরিক ফোরাম, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি, বৃহত্তর চট্টগ্রাাম ডেন্টাল এসোসিয়েশন, ভোলান্টিয়ার ফর বাংলাদেশ, ইকো ফেন্ডস, স্বেচ্ছায় রক্তদান সংগঠন, তারুন্যের প্রতিক সহ প্রায় অর্ধশত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সকলে জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সার্বজনীন করার উদ্দেশ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ পূর্বক উৎ্সবমুখর ভাবে ২২ অক্টোবর ২০১৭ শোভাযাত্রায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। আগামী ২২ অক্টোবর সকাল ১০ টায় ডিসি হিল থেকে শুরু হয়ে সিআরবি চত্বরে শেষ হবে এ শোভাযাত্রা। এতে মেয়র, জেলা প্রশাসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।
