
চট্টগ্রাম : নগরের অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে আনুতোষিক চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে নিজের বাসভবনে এসব চেক বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এই সময় উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী ও হিসাব রক্ষক ইমরান হোসেন।
আনুতোষিক প্রাপ্ত শিক্ষকরা হলেন- সহকারি শিক্ষক দীপ্তি সেন গুপ্ত, সহকারি শিক্ষক জলি ভট্টচার্য্য ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী।
এই ৩ জন শিক্ষকের মাঝে প্রায় ৭০ লক্ষ টাকার আনুতোষিক চেক বিতরণ করা হয়।
