চট্টগ্রামে সালমান শাহ’র মায়ের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রাম: মানহানির অভিযোগে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে। গত ৩০ আগস্ট ও ১০ অক্টোবর মামলা দুটি হলেও বুধবার তা জানাজানি হয়।

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ৩০ অক্টোবর মানহানির অভিযোগে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন সালমানের সাবেক স্ত্রী সামিরার মা লতিফা হক। মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা নম্বর ১২-২০১৭। মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহ্র ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ অক্টোবর। সেদিন দুই পক্ষকেই হাজির থাকতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ প্রসঙ্গে সামিরার মা লতিফা হক সাংবাদিকদের বলেন, নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি হচ্ছে। আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে মামলাটি করতে হলো।

এদিকে মানহানির অভিযোগে সালমান শাহ’র মা নীলা চৌধুরীর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করেছেন মোস্কাক ওয়াইজ নামের এক ব্যক্তি। ওই মামলায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। মামলা নম্বর ১৩-২০১৭। এ মামলার গ্রহণযোগ্যতা শুনানি হবে ১২ নভেম্বর।

প্রসঙ্গত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু নিয়ে রয়েছে নানা গুঞ্জন। কেউ বলছে হত্যা কেউ বলছে আত্মহত্যা। সম্প্রতি রুবি সুলতানা নামে এক নারীর ভিডিও বার্তা প্রকাশের পর আবারও নতুন করে আলোচনায় আসে সালমান ‘হত্যাকান্ড’। বিচার দাবিতে চট্টগ্রামে ইতিমধ্যে সংবাদ সম্মেলন ও সমাবেশ করেছেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী।