নেপালের বিপক্ষে জিতে ঈদের খুশি বাড়িয়ে দিতে চান সাকিব


খেলাধুলা ডেস্ক : ঈদের দিন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিতের পাশাপাশি টাইগার সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়ার প্রত্যয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

এদিকে নেদারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে আত্মতুষ্টিতে ভোগা নয় বরং নেপালের বিপক্ষে জয়টাই পরিবর্তন করে দিতে পারে সব। টাইগার সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে জয়েই চোখ সাকিবের।

তিনি বলেন, ‘অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা জয়ের জন্য আমরা মুখিয়ে আছি। আশা করব যে ঈদের দিনে নেপালের বিপক্ষে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’

নেপালের বিপক্ষে ম্যাচ জিতে যেকোনো মূল্যে সুপার এইট নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ১৭ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ভিনসেন্টে হবে ম্যাচটি।