বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, যুক্তরাষ্ট্রের ইতিহাস


খেলাধুলা ডেস্ক : বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট-আয়ারল্যান্ড ম্যাচ। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। সবশেষ পর্যবেক্ষণের পরপরই ফের শুরু হয় বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি অবশ্য আনন্দের উপলক্ষ হয়েই এলো। এক পয়েন্ট পেয়ে তারা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে, আর কপাল পুড়ল পাকিস্তানের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমের দলের।

ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি। রাত সাড়ে ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফ্লোরিডায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে টস। কিন্তু বার বার বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে টসের জন্যই সময় নির্ধারণ করতে পারছিলেন না ম্যাচ অফিসিয়ালরা। কয়েক দফায় মাঠ পর্যবেক্ষণ করে সবশেষ রাত সাড়ে ১১ টায় পর্যবেক্ষণের পরপরই ফের শুরু হলো বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচ।