আমাদের অনেক এমপি অত্যাচারী, অসৎ : অর্থমন্ত্রী

আ’লীগের টিকেটে নির্বাচিত অনেক এমপি অত্যাচারী, অসৎ বলে মন্তব্য করেছেন আ’লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত ১১ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলনে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালকের কার্যালয়ে ১৫ অক্টোবর তিনি দেশের অর্থনীতি, রাজনীতিসহ নানা দিক নিয়ে প্রথম আলোকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি তার দলের এমপিদের নিয়ে এই কথা বলেন।

সাক্ষাৎকারের শুরুতে তিনি নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন; আমি খুবই আশাবাদী যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। তিনি অংশ না নিলেও তার দলের অন্যরা অংশ নেবেন। মনে হয় না তার দলের অন্যরা অংশ না নেওয়ার মতো অত বোকার কাজ করবেন। অংশ নেওয়াটাই ভালো হবে। তখন একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা হলে আমাদের অনেক এমপিকে পাস করতে বেগ পেতে হবে। কারণ, আমাদের অনেক এমপি অত্যাচারী, অসৎ। তারা মানুষের কাছ থেকে নানা ধরনের টাকাপয়সা আদায় করেন। একে ঠিক ঘুষ বলব না।

সবাই এ কাজ করেন কিনা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেশ কয়েকজন। সংখ্যাটা কম না। আমিই জানি কয়েকজনের কথা। নির্বাচেন প্রতিযোগিতা হলে তারা তখন শিক্ষা পাবেন। ভালোই শিক্ষা পাবেন।

শিক্ষাটা তখনই পাবেন? তার আগে নয়? এমন প্রশ্নে আবুল মাল আবদুল মুহিত বলেন, তার আগেও পাবেন। নেত্রী নিজেও খোঁজ-খবর রাখছেন। তাদের অনেকেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন না। আমার মনে হয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেক নতুন মুখ আসবে।

আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্বীকার করেন, কোনো কোনো এমপি এমন মনোভাবও পোষণ করেন আমি কি তোমাদের ভোটে এমপি হয়েছি? তোমাদের প্রতি আবার জবাবদিহিতা কী?