চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইয়াবাসহ বিপ্লব চৌধুরী নামে এক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কচুয়াই ইউনিয়নের কথামৌজা গ্রামের কালুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিপ্লব পটিয়া উপজেলা মানবাধিকার কাউন্সিলের সহ সমাজকল্যাণ সম্পাদক। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।
পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী কালুর বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগি বিপ্লবকে ৫৫ টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি পটিয়া উপজেলা মানবাধিকার কাউন্সিলের সহ সমাজকল্যাণ সম্পাদক পদে আছেন বলে নিশ্চিত হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
