ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক : উড়তে থাকা আফগানিস্তানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রীতিমতো গুড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একই মাঠে সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফেবারিট তাদেরই ধরা হচ্ছিল। ধুকতে ধুকতে কোনোমতে সুপার এইটে পা রাখা ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে মোটামুটি ভালো স্কোর সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর ঝড়ের সামনে ক্যারিবীয়রা উড়ে গেছে খড়কুটোর মতো।

বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ফিল সল্ট-জনি বেয়ারস্টোর ৯৭ রানের জুটিতে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে ইংলিশদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ফিলিপ সল্ট ও জস বাটলার। ব্যাটিংয়ে নেমেই ক্যারিবিয়ান বোলারদের ওপর তান্ডব চালাতে থাকেন তারা। সাত ওভরেই তুলে নেন ৬৪। ক্রমেই ভয়ঙ্কর হযে ওটছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামান রোস্টন চেজ। রোস্টন চেজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ২২ বলে ২৫ রান করা জস বাটলার। তার বিদায়ে ৬৭ রানে ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের।

জস বাটলারের বিদায়ের পর মঈন আলিকে নিয়ে জুটি গড়েন ফিলিপ সল্ট। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলের বলে ডিপ মিড উইকেটে জনসন চার্লজের হাতে ক্যাচ তুলে দিযে সাজঘরে ফিরে যান মঈন আলি। তার বিদায়ে ৮৪ রানে ২ উইকেট হারায় ইংলিশরা।

৮৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন ফিলিপ সল্ট ও জনি বেয়ারস্টো। জুটি গড়েই ক্যারিবিয়ান বোলারদের ওপর তান্ডব চালাতে থাকেন তারা। তৃতীয় উইকেটে এই জুটির ৯৭ রানে ভর করে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ফিলিপ সল্ট ৪৭ বলে ৮৭ ও জনি বেয়ারস্টো ২৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।