
ঢাকা : সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে এর অববাহিকায় থাকা নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এ অবস্থায় বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বন্যার্তদের পাশে থাকতে ছাত্রলীগের কর্মসূচির মধ্যে রয়েছে, বন্যা সম্পর্কে সচেতন তৈরি, শুকনো প্রস্তুতকৃত খাবার সরবরাহ, বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ, পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন তৈরি করা ও স্যালাইন বিতরণ, উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করা, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা ও বিনামূল্য ওষুধ বিতরণ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, যেকোনো দুর্যোগে ছাত্রলীগ সবার আগে মানুষের পাশে থাকে। বন্যার্তদের পাশে আমরা সবসময় আছি ও থাকব। ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তারা সব সময প্রস্তুত থাকবেন।
