এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উদযাপন


একুশে ডেস্ক : প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে চট্টগ্রামের এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড।

এই সুপার স্পেশালিটি হেলথ কেয়ার সেন্টারে আছে বায়োকেমিস্ট্রি ও ইমিউনোলজি ল্যাব, হিস্টোপ্যাথোলজি ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ল্যাব, মলিকুলার ও জেনেটিক ল্যাব, এবং একটি ডেডিকেটেড ক্যান্সার কেয়ার ট্রিটমেন্ট সেন্টার।

বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রব। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডা. আলী আসগর চৌধুরী, ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন, ডা. মো. সেলিম, ডা. কামরুন নাহার ও ডা. রাকিবুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জয়নব রুমা ও জাহেদুল আলম সাকিব। সমাপনী বক্তব্য দেন এসপেরিয়ার চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ।