চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মোহাম্মদ ফারুক (৩৪) নামের ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ ফারুক মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার মেহদী নগর গ্রামের উত্তর সোনা পাহাড় এলাকার শুজাহুল হকের ছেলে।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, নিহতের শরীরে বিভিন্ন অংশে আঘাত এবং গলায় কাটা দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
